ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

‘ভারতের টুটি চেপে ধরেছিল পাকিস্তান’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১৮ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভারতের টুটি চেপে ধরেছিল পাকিস্তান’

পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক : ‘কারগিল যুদ্ধে ভারতের গলা চেপে ধরেছিল পাকিস্তান। এজন্য ভারত এই যুদ্ধ মনে রেখেছে।’ পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক পারভেজ মোশাররফ এ কথা বলেছেন।

 

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে কারগিল জেলায় ১৯৯৯ সালে মে থেকে জুন ভারতীয় ও পাকিস্তানির সামরিক বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়। এতে উভয় দেশের কয়েক শ যোদ্ধা নিহত হন।

 

রোববার অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) এক সভায় বক্তব্য দেওয়ার সময় কারগিল যুদ্ধের স্মৃতিচারণা করতে গিয়ে ওই যুদ্ধে পাকিস্তানের সফলতার কথা তুলে ধরেন পারভেজ মোশাররফ।

 

পাকিস্তানের নয় বছরের শাসক ও কারগিল যুদ্ধের মূল হোতা পারভেজ মোশাররফ বলেছেন, ‘কারগিল যুদ্ধের কথা পাকিস্তান চিরদিন মনে রাখবে। আমরা চারটি পয়েন্ট দিয়ে কারগিলে প্রবেশ করেছিলাম, যা টেরও পায়নি ভারত।’

 

পাকিস্তান সেনাবাহিনীর মদতে জঙ্গিরা কারগিলের পাহাড় চূড়ায় দখল নেওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। দুই দেশের মধ্যে সংঘটিত অন্য যুদ্ধের তুলনায় এই যুদ্ধের ভয়াবহতা কম ছিল না।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৫/রাসেল পারভেজ/কমল কর্মকার

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়