ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘প্রেসক্লাবে প্রোগ্রাম নয়, রাজপথে নামতে হবে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রেসক্লাবে প্রোগ্রাম নয়, রাজপথে নামতে হবে’

ছবি: শাহীন ভূ্ইয়া

নিজস্ব প্রতিবেদক : বাম গণতান্ত্রিক জোটের নেতারা জানিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের জনগণকে এগিয়ে আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না। শুধু প্রেসক্লাবে প্রোগ্রাম করলে হবে না, রাজপথে নামতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তারা এ আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। অথচ দেশে এখন পর্যন্ত অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরো  একটি একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। তাই দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলমত নির্বিশেষে সবাইকে রাজপথে নামতে হবে।

এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আর তা যদি না করেন তাহলে মানুষের ভাতের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর কর্মসূচি দিতেহ বাধ্য হবো।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা নির্বাচন কমিশন ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল নিয়ে যায়। সমাবেশে বাম নেতা সাইফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী ও বাম গণতান্ত্রিক জোটের নেতারা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়