ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

লোকমান আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৫ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহসান হাবীব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মকলেছুর রহমান (৩৮) ও আবু তাহের (৩৫) নামে আরোও দুজন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার বিকেল ৩টায় মান্দার জোতবাজার-ফতেপুর রাস্তার সোনাডাঙ্গায়  এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের মৃত রহিম বকসের ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মকলেছুর রহমান ও আবু তাহের মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় নিহত আহসান হাবীব চকশৈল্যা বাজার থেকে নিজ বাড়ি হাটকালুপাড়া গ্রামে ফিরছিলেন। জোতবাজার-ফতেপুর নামক স্থানে পৌঁছলে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।

 

স্থানীয়রা আহত আহসান হাবীবকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মকলেছুর ও আবু তাহেরকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহসান হাবীবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার আগে পথেই তার মৃত্যু ঘটে।

 

মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

 

 

রাইজিংবিডি/নওগাঁ/২৫ মে ২০১৫/লোকমান আলী/সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়