ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

৯ম ওয়েজবোর্ড : প্রধানমন্ত্রী ফিরলে সিদ্ধান্ত

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ম ওয়েজবোর্ড : প্রধানমন্ত্রী ফিরলে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে সুপারিশমালা চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে গঠিত কমিটির বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা রিপোর্টটি চূড়ান্ত করছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। কারণ মন্ত্রিসভা এই কমিটি গঠন করেছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত সুপারিশ করেছি।’

কাদের বলেন, ‘সুপারিশগুলো মন্ত্রিসভায় আলোচনা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশে ফিরলে মন্ত্রিসভার বৈঠক করে সিদ্ধান্ত হবে।’

এ সময় ইলেকট্রোনিক মিডিয়ার বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজবোর্ডের সুপারিশে গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা করার কথা বলা হয়েছে। সেজন্য এটি ওয়োজবোর্ডে আলাদাভাবে যুক্ত করার সুযোগ নেই। গণমাধ্যমকর্মী আইন এখন আইন মন্ত্রণালয়ে ভেটিং পর্যায়ে আছে।’

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়