ঢাকা     মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উদ্যোক্তাদের নিয়ে লিখুন রাইজিংবিডিতে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উদ্যোক্তাদের নিয়ে লিখুন রাইজিংবিডিতে

উদ্যোগ, প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকেই উদ‌্যোক্তা হয়েছেন।   দেশে অনেক উদ্যোক্তা রয়েছেন, যারা নিজ নিজ উদ্যোগের মাধ্যমে সফল হয়েছেন।  এমন তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে বিশেষ আয়োজন করেছে জনপ্রিয় এবং দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

সেই লক্ষ‌্যে আগামী ডিসেম্বর মাসব‌্যাপী তরুণ উদ‌্যোক্তাদের নিয়ে লেখা প্রকাশ করবে রাইজিংবিডি।  তরুণ উদ্যোক্তা এবং তাদের সাফল‌্যের গল্প- তুলে ধরাই এর লক্ষ্য।

এ বিষয়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, শুভাকাঙ্ক্ষীরাও লিখতে পারবেন।  কিংবা আপনি নিজে উদ‌্যোক্তা, লিখতে পারেন আপনার উদ‌্যোক্তা হয়ে উঠার গল্প,  অথবা আপনার পরিচিত কেউ উদ‌্যোক্তা- তাকে নিয়েও লিখতে পারেন। 

মাসব‌্যাপী এই বিশেষ আয়োজনে সেরা লেখার জন‌্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।  লেখার সাথে পরিচয়, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।  আর সাথে যোগাযোগের জন‌্য ফোন নম্বর দিতেও ভুলবেন না।

এছাড়া ক্যাম্পাসের প্রতিদিনের ঘটনা, সংস্কৃতির খবর, শিক্ষক-শিক্ষার্থীর মতামত, গল্প, কবিতা, বিভিন্ন ইভেন্ট, ক্যারিয়ারভিত্তিক লেখা, জাতীয় প্রতিযোগিতার খবর, সংগঠনের কথা সবকিছুই তুলে ধরতে পারেন আপনি। ছবি/ভিডিওসহ লেখা পাঠান। রাইজিংবিডি প্রকাশ করবে আপনার লেখা।  এভাবে আপনিও হতে পারেন রাইজিংবিডির নিয়মিত লেখক।

লেখা পাঠাবার ঠিকানা:

[email protected] ফোন: ০১৩০২-৩০৮০০০।  চাইলে আপনি ঘুরে যেতে পারেন রাইজিংবিডির অফিস (১৯৮-১৯৯, মাজার রোড, মিরপুর-১)।

 

ঢাকা/হাকিম মাহি/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়