ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ কর্নার উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ কর্নার উদ্ধোধন

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেসক্লাবের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্ধোধন করা হয়েছে। এই কর্নারে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন ধরনের বই স্থান পেয়েছে।

শনিবার সকালে দেশ বরেণ‌্য সাংবাদিকদের উপস্থিতিতে ফিতা কেটে কর্নারটি উদ্ধোধন করা হয়।

মুক্তিযুদ্ধ কর্নার উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, আজ প্রেসক্লাবের জন্য এক ঐতিহাসিক দিন। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। আজকের অনুষ্ঠানে দেশ বরেণ‌্য বুদ্ধিজীবীদের উপস্থিতি প্রমাণ করে তাদের সিদ্ধান্ত ভুল ছিল।’

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ন সম্পাদক শাহেদ চৌধুরীসহ আরো অনেকে।

 

ঢাকা/ মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়