ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্যাতনের বিচার চাইলেন সাংবাদিক পারুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নির্যাতনের বিচার চাইলেন সাংবাদিক পারুল

সাংবাদিক সাজিদা ইসলাম পারুল তার স্বামীর বিরুদ্ধে ‘যৌতুক’ দাবি এবং তাকে ‘নির্যাতন’ করার অভিযোগ এনে বিচার দাবি করেছেন। 

এই দাবিতে বুধবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়ান তিনি। বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সেখানে দাঁড়িয়ে তাকে কাঁদতে দেখা যায়। 

তিনি যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তাতে লেখা ছিলো- ‘‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি বিচার পাবো না? যৌতুকের দাবি, নির্যাতন ও ভ্রূণ হত্যাকারী প্লাবনের গ্রেফতার চাই।’’  

এ সময় দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার পারুল বলেন, ‘‘গত দেড় মাস হলো রেজাউল করিম প্লাবনের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছি। বিচার চেয়ে বিভিন্ন জায়গায় ধর্নাও দিয়েছি। প্লাবন ঢাকা শহরে ঘুরে বেড়ালেও তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না।’’ 

তিনি অভিযোগ করে বলেন, কয়েকজন সাংবাদিকনেতার প্রশ্রয় এবং পুলিশের অবহেলা কাজে লাগিয়ে প্লাবন তাকে সমঝোতার চাপ, হুমকি ও ফেসবুক হ্যাক করার চেষ্টা করছেন। তাই ন্যায়বিচারের দাবিতে তিনি একাই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন। 

এরপরও বিচার না পেলে হাতিরঝিল থানার সামনে দাঁড়াবেন বলে জানান তিনি। 

যৌতুক দাবি, যৌতুকের জন্য নির্যাতন এবং ভ্রূণ হত্যার অভিযোগে গত ১১ মে হাতিরঝিল থানায় প্লাবনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন পারুল 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবনের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর যৌতুক হিসেবে প্লাবন ঢাকায় একটি ফ্ল্যাট দাবি করেন। একাধিক নারীর সঙ্গে প্লাবনের অনৈতিক সম্পর্কে বাধা ও যৌতুক না দেওয়ায় পারুলকে নির্যাতন করা হয়। মারধরের কারণে পারুলের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

 

ঢাকা/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়