ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল ইসলাম

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল ইসলাম

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর মাহবুবর রহমানের করা মানহানি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও সিইও মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

মঙ্গলবার (২৫ শে ফেব্রæয়ারি) সকালে কুষ্টিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন হাসান এই আদেশ দেন।

২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর ডিবিসি নিউজের মানচিত্র অনুষ্ঠানে “বিশ্ববিদ্যালয় গুলোতে অস্থিরতা” নিয়ে আলোচনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান লালন সাবেক প্রক্টর মাহবুবুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ আনেন।

পরে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রক্টর ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা লালনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।

শুনানি শেষে মঞ্জুরুল ইসলামকে মামলার হাজিরা থেকে অব্যাহতি এবং মামলার অন্য আসামি লালনকে জামিন দেয়া হয়েছে।


কুষ্টিয়া/কাঞ্চন কুমার/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়