ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড, চেয়ারম্যান এনামুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ২৪ জুন ২০২১   আপডেট: ২০:৪৯, ২৪ জুন ২০২১
পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড, চেয়ারম্যান এনামুল হক

দুই বছরের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) নতুন পরিচালনা বোর্ড গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

পিআইবি আইন, ২০১৮ এর ৭ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করে ২২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর আকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালনা বোর্ডের নতুন সদস্যরা হলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগের মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মনোনীত অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, দ‌্য বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাব উদ্দীন, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, বিএফইউজের সদস্য শেখ মামুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক নাসিরুদ্দিন চৌধুরী ও পিআইবির মহাপরিচালক।

এসব সদস্য মনোনয়নের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য স্বীয় পদে বহাল থাকবেন বলে আদেশে জানানো হয়েছে।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়