আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন সায়েম সোবহান আনভীর
‘সেইন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি মানপত্র, মাদার তেরেসার ছবিসহ একটি স্মারক, উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট।
আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রবর্তনের ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতার ‘ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর) এর সত্যজিৎ রায় মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবাশীষ কুমার, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।
সায়েম সোবহান আনভীর তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা দারুণ অনুভূতি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
ঢাকা/এমএম/রফিক