ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

চলে গেলেন সাংবাদিক কাউছার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ১ জানুয়ারি ২০২৩  
চলে গেলেন সাংবাদিক কাউছার

মো.কাউছার

এটিএন বাংলা ও এটিএন নিউজ-এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো.কাউছার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার ৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এতথ্য নিশ্চিত করেন। 

রোববার (১ জানুয়ারি) লক্ষ্মীপুর প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখনো সময় নির্ধারণ করা হয়নি।

আরো পড়ুন:

মরহুম মো. কাউছার তিন সন্তানের জনক। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ-জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে দীর্ঘ দিন লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব-এইড হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। 

সাংবাদিক কাউছার লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 
 

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়