ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

রাইজিংবিডিতে নানা আয়োজনে বসন্ত বরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
রাইজিংবিডিতে নানা আয়োজনে বসন্ত বরণ

ছবি: সুকান্ত বিশ্বাস

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম আয়োজন করে বসন্ত বরণ উৎসব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে দুপুর ২টায় এ উৎসব শুরু হয়। বসন্তকে বরণ করে নিতে মেয়েরা হলুদ রঙের শাড়ি এবং ছেলেরা বিভিন্ন রঙের পাঞ্জাবি ও হলুদ শার্ট পরে উৎসবে যোগ দেন। অনুষ্ঠানটি দুই পর্বে শেষ হয়।

প্রথম পর্ব উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায় ও প্রতিষ্ঠানটির সাংবাদিকরা।

আরো পড়ুন:

স্মৃতিচারণ বক্তব্যে রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান বলেন, ‘বসন্ত উৎসব বাংলাদেশে যতটা না হয় নিউ ইয়র্ক, কানাডা, অস্ট্রেলিয়া তার চেয়ে বেশি হয়। আমাদের এখানে যারা সংস্কৃতিমনা ছিল, তারা ওখানে মাইগ্রেট হয়ে চলে গিয়েছেন। যার ফলে আমাদের এখানে সংস্কৃতি চর্চাটা কমে গেছে। এ ধরনের উৎসব আমরা সেভাবে উদযাপন করি না। করলেও কর্পোরেট চর্চায় এমন অবস্থায় চলে গেছে যে, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। ধরুন, পাঁচ তারকা হোটেলে নবান্ন উৎসব বা বসন্ত উৎসব চলছে, সেখানে কি সাধারণ মানুষ ঢুকতে পারবেন? সম্ভব না। সুতরাং এটা সাধারণের উৎসব থাকছে না। যার ফলে আমি যে সার্বজনীন কথা বলতেছি, সেটা আর থাকছে না।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা দেখবেন, আমাদের এখানে এবার যে বর্ষবরণ হবে; তার থেকে নিউ ইয়র্কে কোনও অংশে কম হবে না। এখন দেখা যাচ্ছে, তুলনামূলক আগের থেকে এখন বিদেশে এ ধরনের উৎসব বেশি হচ্ছে। আস্তে আস্তে আমাদের দেশ থেকে কমে যাচ্ছে। সে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার চেষ্টা করবো আমাদের ঐতিহ্যবাহী যেসব উৎসবগুলো আছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। যে জাতির কোনও নিজস্বতা নেই, সে জাতি টিকে থাকতে পারে না। আমরা বাঙালি, আমরা বাঙালিয়ানা নিয়ে টিকে থাকব হাজার বছর ধরে। ইনশাল্লাহ আমরা টিকে থাকবো।’

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বলেন, ‘জীবনে বসন্ত আর ভালোবাসা একে অপরের সাথে সম্পর্কিত। বসন্ত আমাদের জীবনে যখন আসে, তখন ভালোবাসা নিয়ে আসে। বসন্তের যে রিক্ততা, তার পূর্ণতা ভালোবাসা। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস মিলে এই দিনটিকে আরও মহিমান্বিত করে তুলছে। আমাদের প্রত্যাশা, এই বসন্তের ছোঁয়া ছুঁয়ে যাক সকল শ্রেণির মানুষের কাছে।’

রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ বলেন, ‘বসন্ত যেকোনও মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। বছর ঘুরে আবার ফাগুনের দেখা। ষড়ঋতুতে বাংলায় বসন্তের রাজত্ব অনেক জোরালো। ঋতুরাজ বসন্তের বর্ণনা বলে শেষ করা যাবে না। আমি প্রত্যাশা করি, সবার জীবনে বসন্ত আসুক বার বার।’

রাইজিংবিডির প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ বলেন, ‘বসন্ত এমন একটা ঋতু, যেটা আমাদের সবার জীবনে একটি মূল্যবান সময়। এই সময়টা আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ। আমাদের জীবনের প্রত্যেকটি দিন কাটুক বসন্তের মত। বাঙালি সংস্কৃতির এই উৎসব ছড়িয়ে পড়ুক সবার মাঝে। করোনার গত দুই বছরে আমরা এই উৎসব সেভাবে পালন করতে পারিনি। তবে এবার সবার সাথে উৎসব পালন করতে পারাটাও আনন্দের বিষয়।’

দ্বিতীয় পর্ব ছিল সাংস্কৃতিক পর্ব। ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্মৃতিচারণ, গান, কবিতা, কৌতুক শোনান রাইজিংবিডির সাংবাদিক এবং ওয়ালটনের কর্মকর্তারা। এ পর্বে অংশ নেন রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, নির্বাহী সম্পাদক তাপস রায়, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ।

এছাড়া, বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কেএমএ হাসনাত, সাইফ বরকতুল্লাহ, ইবনুল কাইয়ুম সনি, তানজিনা আফরিন ইভা, নাজমুল হোসেন, এস কে রেজা পারভেজ, মোহাম্মদ নঈমুদ্দীন, মোস্তাফিজুর রহমান নাসিম, ইয়াসমিন সুমি, সাজ্জাদ হোসেন চিশতী, সুকান্ত বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা। 

রায়হান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়