সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি এমআরএর

জামালপুরে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম (৪২) মারা গেছেন। নাদিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। একইসঙ্গে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংগঠনটির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ ও সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এক যৌথ বিবৃতিতে জানান, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক নাদিমের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এমআরএ।
পড়ুন: দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানির মৃত্যু
নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন এমনকি হত্যার ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বেড়েছে।
/সুকান্ত/এসবি/