ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গোপালগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৬ আগস্ট ২০২৩  
গোপালগঞ্জে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের উদ্যোগে ইন্টারনিউজের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত ১০ সাংবাদিক অংশ নেন।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের হল রুমে এই কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

কর্মশালায় বক্তব্য দেন- সাংবাদিক প্রসূন মন্ডল, বাদল সাহা, মনোজ সাহা, একরামুল কবির। 

আরো পড়ুন:

কর্মশালায় ফ্যাক্ট চেকিং বিষয়ে সংবাদকর্মীদের প্রয়োজনীয়তাসহ কিভাবে এবং কেন ফ্যাক্ট চেকিং করতে হয় সে বিষয়ে নলেজ শেয়ারিং করা হয়। এ ধরনের কর্মশালা আরো বেশি প্রয়োজন রয়েছে বলে মনে করেন অংশগ্রহণকারী সংবাদকর্মীরা। 

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়