ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

রাইজিংবিডি ডটকম-এর ক্রিকেট ম্যাগাজিন ‘মহারণ’র পাঠ উন্মোচন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৪ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:৩৬, ৪ অক্টোবর ২০২৩
রাইজিংবিডি ডটকম-এর ক্রিকেট ম্যাগাজিন ‘মহারণ’র পাঠ উন্মোচন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এর ক্রিকেট বিশ্বকাপ ম্যাগাজিন ‘মহারণ’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে ‘পাঠ উন্মোচন’ অনুষ্ঠান আয়োজিত হয়। 

রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রাইজিংবিডি পরিচালনা পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান, ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও রাইজিংবিডির প্রধান প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিলটন।

পাঠ উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক গাজী আশরাফ হোসেন লিপু। উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার তারেক আজিজ ও অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

সাবেক ক্রিকেটার তারেক আজিজ বলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন ক্ষেত্রে সমন্বয় ঘটলে বাংলাদেশ ভালো কিছু করবে। সাকিব আল হাসান তো বার্তা দিয়েছেন, বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে চান। তাই আমরাও আশাবাদী।’

যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী বলেন, ‘ম্যাগাজিন আমার সবসময় প্রিয়। ছোটবেলায় যতটা না বই পড়েছি, তার বেশি ম্যাগাজিন পড়েছি। রাইজিংবিডি ডটকম-এর মহারণ হাতে পেয়ে ভালো লাগছে। আমরা ক্রিকেটে এখন বড় স্বপ্ন দেখি। অদূর ভবিষ্যতে আমরা ভালো একটা ট্রফি জিততে পারব বলে বিশ্বাস করি।’

সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এক সময় জেতার কথা ভাবতেই পারতাম না। জিম্বাবুয়েকেও ভয় পেতাম। এখন আমরা নিয়মিত জিততে শিখেছি। এখন জেতার চ্যালেঞ্জ নিতে পারি।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে সাকিব-তামিমের ‘বিরোধ’ নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন বলেন, ‘তামিম ভাই-সাকিব ভাইয়ের মধ্যে যা হয়েছে, সেটা খেলাকে কেন্দ্র করেই হয়েছে। আর এটা অনেকটা ঘরের বিষয়। এটা নিয়ে চর্চা যত কম করা যায়, ততই ভালো। সাকিব, তামিম, মাশরাফি, তাসকিন- তারা খেলোয়াড়ের পাশাপাশি তারকা। কারণ তারাও অভিনয় করেন। আমি ক্রিকেট দলের সর্বোচ্চ সাফল্য কামনা করি। এ ছাড়া, রাইজিংবিডিতে ক্রিকেট নিয়ে যেমন মহারণ হয়েছে, তেমনি আমি চাইব বিনোদনকেন্দ্রিক এমন ম্যাগাজিন হোক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাইজিংবিডির সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ, প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, জ্যেষ্ঠ প্রতিবেদক এসকে রেজা পারভেজ, জ্যেষ্ঠ প্রতিবেদক মো. নঈমুদ্দীন, জ্যেষ্ঠ সহ-সম্পাদক নাজমুল হোসেন, জ্যেষ্ঠ সহ-সম্পাদক ইবনুল কাইয়ুম সনি, জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক রাহাত সাইফুল, ক্রীড়া প্রতিবেদক সাইফুল ইসলাম রিয়াদ, রাইজিংবিডির হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতী, মার্কেটিং ম্যানেজার মোফাজ্জল হোসেন সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়