ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

এটিএন বাংলাকে হারিয়ে সেমিফাইনালে রাইজিংবিডি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৬, ২৪ নভেম্বর ২০২৩
এটিএন বাংলাকে হারিয়ে সেমিফাইনালে রাইজিংবিডি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ৩ উইকেটে এটিএন বাংলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন ময়দান মাঠে এ খেলা হয়।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাইজিংবিডি ডটকম। নির্ধারিত সময়ে এটিএন বাংলা ৮৩ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে রাইজিংবিডি ডটকম দল ২ উইকেট হারিয়ে মাত্র ৪ ওভারে লক্ষ্যে পৌঁছায়। রাইজিংবিডি দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন এসকে রেজা পারভেজ। 

রাইজিংবিডি ডটকম দল টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে ধারাবাহিক জয় পাচ্ছে। এ নিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে রাইজিংবিডি ডটকম দল।

রাইজিংবিডির পক্ষে খেলায় অংশ নেন— হাসান মাহামুদ (অধিনায়ক), এসকে রেজা পারভেজ, মোহাম্মদ নঈমুদ্দিন, আসাদ আল মাহমুদ, নুরুজ্জামান তানিম, মাকসুদুর রহমান এবং মামুন খান। অতিথি খেলোয়াড় হিসেবে রাইজিংবিডির পক্ষে অংশ নেন রেজোয়ান আহমেদ।

এর আগে ‍শুক্রবার সকালে এখন টিভিকে রাউন্ড অব সিক্সটিনে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় রাইজিংবিডি দল। এবারের টুর্নামেন্টে ৫৫টি গণমাধ্যম অংশ নিচ্ছে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়