ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগমের চেহলাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৩০ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:১৪, ৩০ ডিসেম্বর ২০২৩
বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগমের চেহলাম অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগমের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। তিনি চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় মারা যান।

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া ছিলেন ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক। এ ছাড়া ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী কলেজের সাবেক ভিপি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও ফেনী জেলা জাসদ (ইনু) এর সাবেক সভাপতিও ছিলেন তিনি।

এই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আঞ্জুমান আরা বেগম ৬৩ বছর বয়সে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার জানাজা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে অনুষ্ঠিত হয়।এরপর স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) তার চেহলাম উপলক্ষে ঢাকার রামপুরা উলন বাজার মসজিদ, এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে কোরআন খতম ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

তিনি সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী, নটরডেম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার মা।
 

/টিপু/


সর্বশেষ

পাঠকপ্রিয়