ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে রাইজিংবিডির হার 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৫ জানুয়ারি ২০২৪  
বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে রাইজিংবিডির হার 

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে হেরে গেছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম রাইজিংবিডি ডটকম। দীপ্ত টিভির সাথে প্রথম রাউন্ডের খেলায় ৪ উইকেটে পরাজিত হয়েছে রাইজিংবিডি।

নির্ধারিত সময়ে রাইজিংবিডি প্রথমে ব্যাটিং করে ৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন নুরুজ্জামান তানিম। দীপ্ত টেলিভিশন ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়। 

সোমবার (১৫ জানুয়ারি) সকালে পল্টন স্টেডিয়ামের আউটার মাঠে খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় রাইজিংবিডির পক্ষে অংশ নেন মুহাম্মদ নঈমুদ্দিন, হাসান মাহামুদ, এসএম নুরুজ্জামান তানিম, আসাদ আল মাহমুদ, ইবনুল কাইয়ুম সনি, মো. নাজমুল হোসেন, মামুন খান এবং সুকান্ত বিশ্বাস। 

টুর্নামেন্টের আয়োজন করে পেশাদার ক্রীড়া সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)’।

পেশাগত ব্যস্ততার মাঝেও সাংবাদিকদের এই মিলনমেলা প্রতিবছরের মতো এবারও আয়োজন করছে সংগঠনটি।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে এবার পাওয়ার্ড বাই হিসেবে স্পন্সর করেছে বসুন্ধরা কিংস। এ ছাড়াও, পৃষ্ঠপোষক হিসেবে আছে দ্য প্ল্যাটফর্ম। এবারের আসরে ৩২টি মিডিয়া হাউজ অংশগ্রহণ করছে।

এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নক আউট পদ্ধতিতে। মোট ৮ গ্রুপে রয়েছে চারটি করে দল। ১৪ জানুয়ারি (রোববার) থেকে পল্টন আউটার মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়