সাংবাদিক রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন
দৈনিক দিনকাল এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান হোসেন সিদ্দিকী (৭১) আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হবে।
রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছুদিন থেকে শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
রেজোয়ান হোসেন সিদ্দিকী প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক। তিনি ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ছোটগল্পকার ও কলাম লেখক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। তিনি উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন-সবকিছু মিলে অর্ধশতাধিক বই লিখেছেন।
/এসবি/