ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘ছবির হাট’-এ তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ৮ মার্চ ২০২৪   আপডেট: ২২:১৫, ৮ মার্চ ২০২৪
‘ছবির হাট’-এ তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে বহুল পরিচিত ‘ছবির হাটে’ শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। তরুণ পাঁচ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘বোধ’। ‘বাস্তুচ্যুত’, ‘দৈনিক’, ‘আত্মমুক্তি’, ‘বিষবাতাস’ ও ‘মায়া’ শিরোনামে তাদের ছবিগুলো নিয়ে আয়োজিত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩টায় এই আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। 

প্রদর্শনীর তত্ত্বাবধায়ক হিসেবে আছেন তানজিমুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে প্রখ্যাত আলোকচিত্রী কে এম আসাদ। তাঁর তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন। এই পাঁচ তরুণ একসঙ্গে শেখার চেষ্টা করেছেন, কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটাকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়।

আয়োজকরা বলছেন, এই আলোকচিত্রীরা তাদের নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন। যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন। সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতির প্রকাশ করার, যে বোধের ভিতর দিয়ে নিজে গিয়েছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটা প্রকাশ করার।

প্রশিক্ষক কে এম আসাদ বলেন, ‘আমরা ছবির মাধ্যমে একেকটা গল্পকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে উপস্থাপিত প্রতিটি ছবি কথা বলে। প্রত্যেকটা ছবির মধ্যে রয়েছে নিজস্ব স্বকীয়তা।’

তিনি আরও বলেন, ‘মায়া ছবিটিতে যে ছেলেটি দেখতে পাচ্ছেন, তার নিজস্ব গল্প ছবিগুলো বলে দিচ্ছে। তেমনি খেটে খাওয়া মানুষজন যে দৈন্যতার শিকার তা বলে দিচ্ছে আত্মমুক্তি ছবিগুচ্ছ। জলবায়ু করালগ্রাস যে আমাদের গিলে ফেলছে তা বলে দিচ্ছে বিষবাতাস চিত্রগুচ্ছ। ঠিক এভাবে শিল্পীদের উপলব্ধি থেকে ছবিগুলো তোলা হয়েছে।’

আলোকচিত্রী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘আলোকচিত্র গ্রহণ নিঃসন্দেহে কষ্টসাধ্য কাজ। এজন্য সাধনার প্রয়োজন, সেইসঙ্গে সঠিক প্রশিক্ষণেরও। আমরা কে এম আসাদ স্যারের কাছে প্রশিক্ষণ নিতে পেরে কৃতজ্ঞ।’

ঢাকা/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়