ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সুবিধাবঞ্চিতদের হাতে প্যাকেটভর্তি ঈদ আনন্দ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৬ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১৪, ৬ এপ্রিল ২০২৪
সুবিধাবঞ্চিতদের হাতে প্যাকেটভর্তি ঈদ আনন্দ

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফেরাম (ডিএমজেএফ)। এতিম শিশু, বয়স্ক অসহায় মানুষ, হাফেজ, পঙ্গু দিনমজুর, রাস্তায় ভ্রাম্যমাণ ভিক্ষুকদের এই সহায়তা দেওয়া হয়।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর রামপুরায় কাঁচাবাজার এলাকায় সদস্যদের নিজ অর্থায়নে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা, আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ সাজ্জাদ চিশতী, দপ্তর সম্পাদক রাহাত হুসাইন প্রমুখ। 

এ সময় ফারজানা শোভা বলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সরকারপ্রধানের নির্দেশে সাড়া দিয়ে ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরামের (ডিএমজেএফ) সদস্যরা ইফতার পার্টি না করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। 

সদস্য সচিব শফিকুল ইসলাম রাসেল বলেন, ছোট ছোট উদ্যোগ মানুষকে বড় কাজে উৎসাহিত করে। এই উদ্যোগ অন্যদের যেমন উৎসাহিত করবে তেমনই অসহায়দের মুখেও হাসি ফোটাবে। আগামীতে এই উদ্যোগ আর বড় আকারে করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 

/এনএইচ/


সর্বশেষ

পাঠকপ্রিয়