ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাইজিংবিডির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউয়ের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৭ এপ্রিল ২০২৪  
রাইজিংবিডির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউয়ের শুভেচ্ছা

দেশের জনপ্রিয় ও শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম পা রাখলো এক যুগে। রাইজিংবিডির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক রাইজিংবিডি পরিবারকে এ শুভেচ্ছা জানান। 

নেতারা বলেন, রাইজিংবিডি ডটকম মুক্ত ও স্বাধীন সংবাদচর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতারা প্রত্যাশা করেন।

আরো পড়ুন:

/মাকসুদ/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়