ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘উত্তরপর্ব’ এর গ্রীষ্ম-বর্ষা-শরৎ সংখ্যা প্রকাশিত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৪ মে ২০২৪   আপডেট: ০৯:৫০, ৪ মে ২০২৪
‘উত্তরপর্ব’ এর গ্রীষ্ম-বর্ষা-শরৎ সংখ্যা প্রকাশিত

সাহিত্য, শিক্ষা, সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘উত্তরপর্ব’ এর গ্রীষ্ম-বর্ষা-শরৎ সংখ্যা প্রকাশিত (এপ্রিল ২০২৪) হয়েছে।

মাহবুব লিটন সম্পাদিত এই সংখ্যায় রয়েছে কবিতা, অনুবাদ কবিতা। এছাড়া কথাশিল্পী কায়েস আহমেদকে নিয়ে বিশেষ আয়োজনে রয়েছে তার অগ্রন্থিত গল্প, অগ্রন্থিত গদ্য। তাকে নিয়ে লিখেছেন আবু হেনা মোস্তফা এনাম, ফয়জুল ইসলাম, উষা গওহর, মাহবুবুল হক, জোহা আজাদ, সৌভিক রেজা, শামীম সাঈদ, মাসুদ রহমান, হাসান অরিন্দম, বেলায়েত হোসেন।

এ সংখ্যায় গল্প লিখেছেন শেখ লুৎফর, আনিফ রুবেদ, হামীম কামরুল হক, দিলওয়ার হাসান। এছাড়া শিক্ষাবিষয়ক প্রবন্ধ লিখেছেন মিথিলা নৈঋত। কবি আবুবকর সিদ্দিককে নিয়ে লিখেছেন বিভূতিভূষণ মণ্ডল।

আরো পড়ুন:

এ সংখ্যার প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। দাম ৩০০ টাকা।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়