ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২০ মে ২০২৪   আপডেট: ১৭:৪২, ২০ মে ২০২৪
কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন আবু সাঈদ

কবি, প্রাবন্ধিক আবু সাঈদকে কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। 

১৯ মে কলকাতায় তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। 

‘উদার আকাশ’ প্রকাশন ও পত্রিকা দুই বাংলায় সাহিত্যের বিকাশের ক্ষেত্রে এবং নজরুল চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় আবু সাঈদকে এ পুরস্কার দেয়া হলো। 

পুরস্কার প্রসঙ্গে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণায় অনন্য নিদর্শনের জন্য আবু সাঈদকে বিদ্রোহী কবির নামে স্মৃতি পুরস্কার প্রদান করতে পেরে আমরা গর্বিত।

আবু সাঈদ বলেন, নজরুল ছিলেন মানবতার কবি। তার সমস্ত জীবন কর্মে মূখ্য বিষয় ছিল মানুষের মধ্যে মানুষের সম্প্রীতি। দুই বাংলায় নজরুল চর্চা আরও বেশি বৃদ্ধি করতে হবে। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, কথাশিল্পী, সংগীতশিল্পী ও নজরুল অনুরাগীরা।  

অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি করা হয়। এ ছাড়া কাজী নজরুল ইসলামের উপর বিশেষ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বহুমাত্রিক লেখক ড. মইনুল হাসান, সাবেক  আধিকারিক আরফান আলি বিশ্বাস, সাবেক যুগ্ম শিক্ষাসচিব প্রবীর ঘোষ রায়, ড. কুমারেশ চক্রবর্তী, প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ফারুক আহমেদ।

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়