ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৩ মে ২০২৪  
ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা

ওয়ালটন-দেশ রূপান্তর বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০২৩ এর পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বকাপ ক্রিকেট চলাকালে আয়োজিত ওয়ালটন-দেশ রূপান্তর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২২ মে, ২০২৪) দেশ রূপান্তর কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন এবং অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ।

এ সময় দেশ রূপান্তরের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক হারুনের রশীদ, হেড অব সেলস মিজানুর রহমান, এজিএম শফিকুল আলম, বিশেষ প্রতিনিধি সারোয়ার আলম, সিনিয়র স্পোর্টস রিপোর্টার সুদীপ্ত আনন্দ এবং সার্কুলেশন বিভাগের সিনিয়র ম্যানেজার আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

প্রথম পর্বের বিজয়ী যারা: প্রথম পুরস্কার (ওয়ালটন ফ্রিজ) পেয়েছেন চট্টগ্রাম হালিশহরের নুরুল হুদা। দ্বিতীয় পুরস্কার (ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি) পেয়েছেন ঢাকার তানভীর মাহমুদ। তৃতীয় (মাইক্রোওয়েভ ওভেন) হয়েছেন ঢাকার সেন্ট্রাল রোডের সামিয়া। চতুর্থ পুরস্কার (রাইসকুকার) জিতেছেন মাজেদা (ফুলগাজী, ফেনী), খাদিজা (পাগলা, নারায়ণগঞ্জ), আব্দুল্লাহ ইউসুফ (নারায়ণগঞ্জ)। পঞ্চম পুরস্কার (ব্লেন্ডার) পেয়েছেন নাহিন (শাহজাহানপুর, ঢাকা), সাহানাজ (গাজীপুর), মুক্তি (মহাখালী, ঢাকা)।

দ্বিতীয় পর্বের বিজয়ী যারা: প্রথম পুরস্কার (ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি) পেয়েছেন চট্টগ্রামের জাকিয়া সুলতানা। দ্বিতীয় পুরস্কার (ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি) টিভি পেয়েছেন চট্টগ্রামের জহির উদ্দিন আহমেদ।  তৃতীয় (মাইক্রোওয়েভ ওভেন) হয়েছেন ঢাকার খিলগাঁওয়ের একেএম মুস্তাফিজুর রহমান। চতুর্থ পুরস্কার ছিল তিনটি। চতুর্থ পুরস্কার (ওয়ালটন গ্যাস স্টোভ) জিতেছেন শামীম আরা বেগম (খিলগাঁও, ঢাকা), আতাউর রহমান (পূর্ব নাখালপাড়া, ঢাকা), রিয়াজ (মিরপুর, ঢাকা)। পঞ্চম পুরস্কার (রাইস কুকার) পেয়েছেন ফারিয়া আক্তার (খিলগাঁও, ঢাকা), আফসানা আহমেদ (শ্যামলী, ঢাকা) ও সঞ্জয় কুমার সেন (চট্টগ্রাম)।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়