ঢাকা     সোমবার   ২১ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৮ ১৪৩২

২১ পেরিয়ে ২২ বছরে এনটিভি

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৩ জুলাই ২০২৪  
২১ পেরিয়ে ২২ বছরে এনটিভি

ছবি: এনটিভি ডটকম

২১ বছর পেরিয়ে আজ (৩ জুলাই) ২২ বছরে পদার্পণ করেছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এই চ্যানেল। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে এনটিভি।

২০১১ সালের ৮ সেপ্টেম্বর আইএসও সনদ অর্জন করে। অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠানের বিষয়–বৈচিত্র্যের মাধ্যমে আলাদা পরিচিতি পেয়েছে।

প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে এনটিভি।

আরো পড়ুন:

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাণী দিয়েছেন। 

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তাদের বাণীতে শুভেচ্ছার পাশাপাশি এনটিভির মূল্যায়ন করেছেন; জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা।

শুভেচ্ছা জানিয়েছেন দেশের বুদ্ধিজীবী, খ্যাতনামা কবি, শিল্পী-সাহিত্যিক, রাজনীতিক, ক্রীড়াব্যক্তিত্ব, বিনোদন অঙ্গনের সারথীসহ অনেকেই। দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
 

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়