ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ছয় টেলিভিশন স্টেশনে হামলা, সম্প্রচার বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৮, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ০১:২১, ৬ আগস্ট ২০২৪
ছয় টেলিভিশন স্টেশনে হামলা, সম্প্রচার বন্ধ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পর বিক্ষুব্ধ জনতা রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। একাধিক টেলিভিশনের গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

কারওয়ান বাজারে এটিএন বাংলার সামনে রাখা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকেও হামলা চালায় তারা। কারওয়ান বাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। চ্যানের দুটির সম্প্রচার বন্ধ হয়ে যায় বিকেলে।

একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার-টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন। বন্ধ রয়েছে সম্প্রচার।

বীর উত্তম সি আর দত্ত সড়কে (হাতিরপুল) সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। সময় টেলিভিশনের কার্যালয়ে থাকা সংবাদকর্মীরা যে যে অবস্থায় ছিলেন, সে অবস্থাতেই বের হয়ে যান বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানিয়েছেন। বন্ধ রয়েছে সময় টিভির সম্প্রচার।

তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন। হামলা ও ভাঙচুরের কারণে বন্ধ রয়েছে মাই টিভি ও বিজয় টিভি।

এমএ/রফিক/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়