ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

অর্ধযুগ পর দেশে ফিরছেন শফিক রেহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:০৭, ১৭ আগস্ট ২০২৪
অর্ধযুগ পর দেশে ফিরছেন শফিক রেহমান

ফাইল ছবি

গত ৬ বছর লন্ডনে নির্বাসনে থাকা বরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান রোববার দেশে ফিরবেন বলে জানা গেছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় সাংবাদিক শফিক রেহমান ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শায়রুল জানান, সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সজীব ওনাসিসকে। আর সদস্য সচিব করা হয়েছে জাহিদুল ইসলাম রনিকে। সমন্বয়ক রাজীব আহসান চৌধুরী পাপ্পু এবং এর উপদেষ্টা হচ্ছেন হাসানুর রহমান।

এমএ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়