ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে প্রস্তাব দিলো সম্পাদক পরিষদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে প্রস্তাব দিলো সম্পাদক পরিষদ

মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ

অন্তর্বর্তী সরকারের কাছে বেশকিছু প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। এর মধ্যে অন্যতম হলো—যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় রয়েছে, সেগুলো সংস্কার করা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদ এ প্রস্তাব দেয়।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকের কাছে বৈঠকের তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি জানান, তারা চান, দেশে জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন।

মাহফুজ আনাম বলেন, ‘আমাদেরকে প্রধান উপদেষ্টা একটি সুসংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত আনন্দের খবর। আমি মনে করি, ইউনূস ভাইয়ের মতো এমন একজন নেতা না হলে আন্তর্জাতিকভাবে এটি সম্ভব হতো না। আমরা খুবই খুশি।’

তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড, তার সঙ্গে সম্পূর্ণভাবে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই, বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচিত হোক।’

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়