ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

রাইজিংবিডির বার্তা সম্পাদক হলেন রাসেল পারভেজ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৫১, ১৭ অক্টোবর ২০২৪
রাইজিংবিডির বার্তা সম্পাদক হলেন রাসেল পারভেজ

রাসেল পারভেজ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমে বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন রাসেল পারভেজ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর-১ এর মাজার রোডে নিজস্ব কার্যালয়ে রাসেল পারভেজের হাতে নিয়োগপত্র তুলে দেন রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিলটন। 

এ সময় সহকারী বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ, জ্যেষ্ঠ সহ-সম্পাদক তানজিনা ইভাসহ রাইজিংবিডির অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

রাসেল পারভেজ ১৯৮৫ সালে যশোরের অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

রাসেল পারভেজ দীর্ঘ কর্মময় জীবনে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এবং বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়