ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

বিএসআরএফ সদস্যদের জন্য গ্রুপ বিমা চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২২ অক্টোবর ২০২৪  
বিএসআরএফ সদস্যদের জন্য গ্রুপ বিমা চুক্তি

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের জন্য গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং বিএসআরএফের মধ্যে এই চুক্তি সই হয়।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) পক্ষে সাধারণ সম্পাদক মাসউদুল হক এবং আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পক্ষে হেড অব কর্পোরেট বিজনেস শাহাদাত হোসেন সোহাগ সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, সদস্য ইবরাহীম মাহমুদ আকাশ সহ সদস্যবৃন্দ।

চুক্তির আওতায় বিএসআরএফ সদস্যরা গ্রুপ বিমার সুবিধা পাবেন।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়