ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

১ নভেম্বর বাচসাস নির্বাচন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৫ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৫, ২৫ অক্টোবর ২০২৪
১ নভেম্বর বাচসাস নির্বাচন

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণ চলবে। এসব তথ্য জানিয়েছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান।

এ বিষয়ে আলিমুজ্জামান জানান, নির্বাহী কমিটি ও বাচসাস সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকবার তারিখ পরিবর্তনের পর আগামী ১ নভেম্বর ভোটগ্রহণের দিন চূড়ান্ত হয়। গঠিত নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী, খসড়া বাছাই ও চূড়ান্তকরণ শেষে, নির্বাচন অনুষ্ঠানের কার্যাদি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

বাচসাসের এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে আরো রয়েছেন— আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়