ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সাংবাদিক মোল্লা জালালের জামিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ২৪ নভেম্বর ২০২৪  
সাংবাদিক মোল্লা জালালের জামিন

মোল্লা জালাল

অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালাল।

রোববার (২৪ নভেম্বর) ঢাকার ১৩ তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলমের আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জামিনের বিষয়টি জানিয়েছেন।
গত ১ নভেম্বর অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাংবাদিক মোল্লা জালাল ও তার সহযোগী সলেমান ওরফে সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন একজন নারী। 

আরো পড়ুন:

এজহারে তিনি নিজেকে সংগীত শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন।মামলায় বলা হয়, মোল্লা জালাল সাংবাদিকতার পরিচয়ে দীর্ঘ ১৭ বছর ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন।তিনি একজন সংগীতশিল্পী। ২০০৭ সালে ভালুকা প্রেসক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের সময় মোল্লা জালালের সঙ্গে তার পরিচয় হয়। গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহবাগ থানার শিল্পকলা মৎস্য ভবন গেটে পিঠার দোকানের সামনে মোল্লা জালালের একজন লোক রানার সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। সেখানে কাজ শেষে শিল্পকলা হয়ে হেঁটে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। রাত সাড়ে ৭টার সময় হাইকোর্ট গেটের কাছে পৌঁছালে আসামি সেলিম ও অজ্ঞাতনামা একজন লোক তার চোখ কাপড় দিয়ে বেঁধে জোর করে গাড়িতে তুলে অজ্ঞাত বাসায় নিয়ে যান।

ওই স্থানে মোল্লা জালাল, সলেমান ওরফে সেলিম এবং অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাকে ধরে এলোপাতাড়ি মারধর করে জখম করেন। বাদী চিৎকার করলে আসামি তাকে ছেড়ে দেন এবং বিভিন্ন ভয়ভীতি প্রদানসহ প্রাণনাশের হুমকি দেন। পরদিন ভোর ৫টার দিকে আসামি সলেমান ওরফে সেলিম ও অজ্ঞাতনামা ব্যক্তি গাড়িতে করে তাকে রমনা পার্কের ওভার ব্রিজের কাছে রাস্তায় রেখে চলে যান।তিনি বাসায় ফিরে তার ছেলে এবং ছেলের স্ত্রীর কাছে ঘটনার বিস্তারিত বলেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় এসে এজাহার দায়ের করায় বিলম্ব হয় বলে উল্লেখ করেন।

ঢাকা/মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়