ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

প্রথম আলোর কার্যালয়ের সামনে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০৮, ২৪ নভেম্বর ২০২৪
প্রথম আলোর কার্যালয়ের সামনে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ 

প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ইসরাইল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘‘সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটি ঝামেলা হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’’ 

আরো পড়ুন:

একজন সংবাদকর্মী গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একদল লোক বিক্ষোভ করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

প্রথম আলোর খবরে বলা হয়, ‘‘প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে আজ রোববার দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি। এতে রাজধানীর বৃহত্তম কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটিতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে। পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথ বাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় বিশৃঙ্খলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।’’

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার (২১ ও ২২ নভেম্বর) প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন একদল বিক্ষোভকারী। 
 

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়