ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘স্বার্থান্বেষী গোষ্ঠীর অপতৎপরতা মুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৪২, ২৬ নভেম্বর ২০২৪
‘স্বার্থান্বেষী গোষ্ঠীর অপতৎপরতা মুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী’

‘দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে অন্যায়, অযৌক্তিক এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার এবং অপতৎপরতার' বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, বাংলাদেশ (মুক্ত প্রকাশ)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, বাংলাদেশ এর (মুক্ত প্রকাশ) প্রেসিডেন্ট ড. সৈয়দা আইরিন জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। যা পরিপূর্ণরূপে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। উদ্ভুত পরিস্থিতিতে ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, বাংলাদেশ (মুক্ত প্রকাশ) দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে অন্যায়, অযৌক্তিক এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার এবং অপতৎপরতা বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’’

আরো পড়ুন:

‘‘পাশাপাশি, যে গোষ্ঠী এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তি দাবি করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।'’

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়