ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা: ডিআরইউ-র‌্যাকের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৪, ৭ ডিসেম্বর ২০২৪
রাজধানীতে সাংবাদিকের ওপর হামলা: ডিআরইউ-র‌্যাকের নিন্দা

বশির হোসেন খান

সংবাদ প্রকা‌শের জের ধ‌রে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের ওপর অত‌র্কিত হামলা চা‌লি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। এক‌টি নিউ‌জের জেরে শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে এ ঘটনা ঘ‌টে।

এ সময় তারা সংবাদ প্রকা‌শ থে‌কে বিরত না থাকতে বলা হয়।  অন‌্যথায় প্রাণনা‌শের হুম‌কি দি‌য়ে চ‌লে যায়। এ ঘটনায় তি‌নি রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৪২৭।

এদি‌কে এ ঘটনায় ডিআরইউ ও র‌্যাকসহ বি‌ভিন্ন সাংবা‌দিক সংগঠন তীব্র নিন্দা জা‌নি‌য়ে দ্রুত জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছে।

আরো পড়ুন:

সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘‘শুক্রবার বেলা ১২টায় রিকশাযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয়নগর নাইটেঙ্গেল মোড় থেকে সামনে পৌঁছালে ‌মোটরবাইক আরহী অজ্ঞাত পাঁচ-ছয় জন হঠাৎ রিকশা গতিরোধ করে রিকশা থেকে নামতে বলে। আমি পরিচয় জানতে চাইলে তারা আমাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়। শরীরে আঘাত করে। এ সময় প্রাণনা‌শের হুমকি দি‌য়ে বলে, "তুই আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যাবি না, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলবো।’ একপর্যা‌য়ে আমি চিৎকার দি‌লে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।’’

ব‌শির জানান, গত ১০ নভেম্বর "দুই প্রকৌশলী’র কব্জায় সিদ্ধিরগঞ্জের ডিপিডিসি’, ২ ডিসেম্বর "ডিপিডিসির প্রকৌশলীর পকেটে ঘুষের টাকা’, ৫ ডিসেম্বর "দোকান খুলে বসেছেন প্রকৌশলী অমিত’ এবং ৬ ডিসেম্বর "ডিপিডিসির অমিত অধিকারীর দুর্নীতি, অভিযুক্ত প্রকৌশলীকে রক্ষায় তদন্ত কমিটির প্রধান মরিয়া’ শিরোনামে দৈনিক জনবাণী পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

বশির হোসেন খান বলেন, ‘‘আমি মনে করি, এসব সংবাদে যেসব ব্যক্তিদের দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে তারাই অজ্ঞাত দুর্বৃত্তদের পাঠিয়ে ক্ষতি করার চেষ্টা করছে।’’

ডিআরইউয়ের নিন্দা
হামলার নিন্দা জা‌নি‌য়ে শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতি দি‌য়ে‌ছে ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টি। সংগঠ‌নের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে ডিআরইউ নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

র‍্যাকের নিন্দা
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‍্যাক সদস্য, দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে র‍্যাক।

র‍্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা বশির হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

ঢাকা/নঈমুদ্দীন/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়