ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

৪৮ ঘণ্টার মধ্যেই বাজারে আসছে ‘আমার দেশ’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৭, ২০ ডিসেম্বর ২০২৪
৪৮ ঘণ্টার মধ্যেই বাজারে আসছে ‘আমার দেশ’

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পত্রিকা চালুর চূড়ান্ত ঘোষণা দেন মাহমুদুর রহমান

বন্ধ হওয়ার প্রায় এক যুগ পর বাজারে আসছে ‘আমার দেশ’ পত্রিকা। আগামী রোববার (২২ ডিসেম্বর) থেকে পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

তিনি বলেন, ‘‘৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।”

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পত্রিকা চালুর চূড়ান্ত ঘোষণা দেন তিনি।

আরো পড়ুন:

এতে এক দশকের বেশি সময় পর ফের প্রকাশ হতে যাচ্ছে আমার দেশ। মাহমুদুর রহমান জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে তার সংবাদপত্র। আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে।

কোনো রাজনৈতিক মতাদর্শে ‘আমার দেশ’ প্রভাবিত হবে না বলেও জানান মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘‘অসহায় মানুষের কথা বলতে পিছপা হবে না এই পত্রিকা। এছাড়া সারা বিশ্বে মুসলমানসহ সব নির্যাতিতদের খবর প্রচারও থামাবে না দৈনিক আমার দেশ।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ফিচার সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়