অল ব্রডকাস্টার্স কমিউনিটির ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত
অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)-এর ‘ফ্যামিলি ডে ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে বার্ষিক সাধারণ সভার অংশে কণ্ঠভোটের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব নির্বাচিত হন দেবাশীষ রঞ্জন সরকার।
দেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা।
তারা আরো জানান, মিডিয়াভিত্তিক সব সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি- রেডিওর উপস্থাপকদের এই ফোরাম।
সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) ২০২৪ সালের ৭ জুন যাত্রা শুরু করে।
গত সাত মাসে অ্যাডহক কমিটির অধীনে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানা আয়োজন করে সংগঠনটি। এবিসির ফ্যামিলি ডে-২০২৫ এ দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
ঢাকা/হাসান/এনএইচ