ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

নিষেধাজ্ঞা বাতিল, সরকারি বিজ্ঞাপন পাবে ‘সাপ্তাহিক একতা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৬ মার্চ ২০২৫  
নিষেধাজ্ঞা বাতিল, সরকারি বিজ্ঞাপন পাবে ‘সাপ্তাহিক একতা’

ছবি সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র ‘সাপ্তাহিক একতা’য় সরকারি বিজ্ঞাপন বন্ধ করার আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্ট।

রবিবার (১৬ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

‘সাপ্তাহিক একতা’র পক্ষে রিট মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। এর আগে একই ইস্যুতে এই বেঞ্চ সরকারের ওপর রুল জারি করে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আওয়ামী লীগ সরকার ‘সাপ্তাহিক একতা’র প্রকাশনা অধিকার খর্ব করে বলে অভিযোগ করা হয়। হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সাপ্তাহিক একতা তার অধিকার ফিরে পেল।

আরো পড়ুন:

একতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে ডিএফপির সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির তালিকা থেকে একতার নাম বাদ দেওয়া হয়।

১৯৮১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করে ‘সাপ্তাহিক একতা’। এখন পর্যন্ত নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি।

ঢাকা/মামুন/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়