নতুন কার্যালয়ে বাচসাস’র বর্ষবরণ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল ঢাকার মগবাজারে অবস্থিত বাচসাসের কার্যালয় উদ্বোধন করা হয়। বাচসাস’র সাবেক সভাপতি আব্দুর রহমান কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের তারকা ও কলাকুশলীরা।
প্রথমবারের মতো বাচসাস’র স্বতন্ত্র কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বাংলা নববর্ষও উদযাপন করা হয়। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে বাচসাস’র প্রবীণ ও নবীন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অঙ্গনের তারকা, নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীরা অভিনন্দন জানাতে আসেন। ফলে বাচসাস কার্যালয় মিলনমেলায় পরিণত হয়।
আড্ডা, স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বর্ণিল এই আয়োজনে প্রাণের সঞ্চার করে।
বাচসাস’র কার্যালয় নেয়ায় আনন্দিত সংগঠনটির সদস্যরা। তারা জানান, এর মাধ্যমে দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এ স্বপ্নপূরণ করার জন্য বাচসাসের বর্তমান কমিটির ভূয়সী প্রশংসা করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া।
তা ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য সাজু আহমেদ, হাফিজ রহমান প্রমুখ। এই আয়োজনের সহযোগিতায় ছিল এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।
ঢাকা/শান্ত