ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ঈদ উপহার হিসেবে পঙ্গু বাবলুকে অটোরিকশা দিলো টিম সিআরবিজেড

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৮ এপ্রিল ২০২৪  
ঈদ উপহার হিসেবে পঙ্গু বাবলুকে অটোরিকশা দিলো টিম সিআরবিজেড

বাইকিং কমিউনিটিতে মানবিক গ্রুপ বলতে সকলেই টিম সিআরবিজেড (Team CRBz)-কে একনামে চেনে। সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত বিভিন্ন মানবিক কাজ করে থাকে বাইকারদের এ সংগঠনটি।

দুই পা হারানো বাবলু মিয়ার সঙ্গে সম্প্রতি কথা হয় টিম সিআরবিজেডের সদস্য ফজলে রাব্বির। বাবলু জানান, ভিক্ষা নয়, কাজ করে খেতে চান তিনি। বাবলুকে স্বাবলম্বী করতে টিম সিআরবিজেডের উদ্যোগে এবং ইঞ্জিন ওয়েল প্রতিষ্ঠান টোটাল এনার্জিসের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে একটি অটোরিকশা।

সামাজিক দায়বদ্ধতা থেকে এরকম আরও মানবিক কাজে যুক্ত থাকতে চায় টিম সিআরবিজেড এবং টোটাল এনার্জিস।

ঢাকা/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়