২৫০ সিসির বেশি হলেই বাড়বে বাইকের দাম
২৫০ সিসির (ইঞ্জিনক্ষমতা) বেশি ক্ষমতাসম্পন্ন বাইক যারা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে ২০২৪-২৫ প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, এই বাইকগুলোর দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেছেন।
২৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়েছে বাজেটে। একই সাথে বাংলাদেশ কাস্টমস ট্যারিফ সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ ধার্য করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। এতে স্বাভাবিকভাবেই দাম বেশি পড়বে উচ্চ সিসির মোটরসাইকেলের।
ঢাকা/শাহেদ