ঢাকা     মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

নোয়াখালী ও ফেনীতে ত্রাণ বিতরণ করছে টিম সিআরবিজেড

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৫ আগস্ট ২০২৪  
নোয়াখালী ও ফেনীতে ত্রাণ বিতরণ করছে টিম সিআরবিজেড

বাইকিং কমিউনিটিতে মানবিক গ্রুপ হিসাবে পরিচিত টিম সিআরবিজেড (Team CRBz) বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। গ্রুপটি ইতিমধ্যে নোয়াখালী ও ফেনীর দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছে।

টিম সিআরবিজেডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) ত্রাণবোঝাই একটি ট্রাক নিয়ে গ্রুপের ১৩ জন স্বেচ্ছাসেবক ফেনী ও চৌমুহনীতে যান। সেখানে শনিবার দিনভর তারা চৌমুহনীর দুটি ইউনিয়ন এবং ফেনীর একটি ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। একটি পরিবারের জন্য শুকনো খাবার থেকে শুরু করে যা কিছু প্রয়োজন তার সবকিছুই তারা দুর্গতদের মাঝে বিতরণ করেছেন।

গ্রুপের অ্যাডমিন কাজী শাহেদ জানান, টোটাল এনার্জি ও ফ্যাশন ব্র্যান্ড হারমোসোর সহযোগিতায় এবং সিআরবিজেডের সদস্যদের প্রচেষ্টায় এই ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়েছে। গ্রুপের পক্ষ থেকে আগামী সপ্তাহে ত্রাণ বোঝাই আরও একটি ট্রাক পাঠানো হবে। এই ট্রাকটি কোন জেলায় পাঠানো হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়