অফিসিয়ালি লঞ্চ হলো ইয়ামাহার FZS V4
মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম
বাংলাদেশের বাজারে ইয়ামাহার FZS V4 অফিসিয়ালি লঞ্চ হলো। শনিবার এসিআই মটরস বাইকটি লঞ্চ করে।
বাইকটিতে রয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা সর্বাধিক ১২ দশমিক ৪ হর্সপাওয়ার এবং ১৩ দশমিক ৩ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। এতে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।
বাইকের সাসপেনশন রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে অ্যাডজাস্টেবেল মনোশক। ব্রেকিংয়ের জন্য রয়েছে দুই চাকাতেই ডিস্ক ব্রেক, রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। এছাড়া রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল।
বাইকের ফিচার্স হিসাবে মিলবে সাইড ইঞ্জিন কাটআউট সুইচ, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। এই বাইকের সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারবেন। রয়েছে কল/এসএমএস এলার্ট ও নেভিগেশন ফিচার্স। বাইকে এলইডি লাইটিং ফিচারও রয়েছে।
বাইকটি ছয়টি রঙে বাজারে আনা হয়েছে। এর দাম ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
ঢাকা/শাহেদ