ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

লঞ্চ হয়ে গেলো Hero Xtreme 125R

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:০৭, ২৪ অক্টোবর ২০২৪
লঞ্চ হয়ে গেলো Hero Xtreme 125R

প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের বাজারে লঞ্চ হয়ে গেলো স্পোর্টস বাইকের মতো ডিজাইন করা Hero Xtreme 125R বাইকটি। বৃহস্পতিবার রাজধানী এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইকটি লঞ্চ করে হিরো বাংলাদেশ।

এয়ার-কুলড ইঞ্জিনের এই বাইকটি ৮ হাজার আরপিএমে ১১ দশমিক ৫ হর্সপাওয়ার জেনারেট করে এবং এটি ১০ দশমিক ৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।। সংস্থার দাবি, স্মুথ, ইনস্ট্যান্ট পিক-আপ দেবে এই ইঞ্জিন। ১০ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে মোটরসাইকেলে। কোম্পানির দাবি অনুযায়ী, বাইকে মিলবে ৬৬ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ

বাইকের সাসপেনশন মিলবে টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং অ্যাডজাস্টেবল মনোশক।

আরো পড়ুন:

ফিচার্স মিলবে দুরন্ত। এলসিডি স্ক্রিন থেকে শুরু করে ব্লুটুথ কানেক্টিভিটি, কল/এসএমএস এলার্ট, নেভিগেশন, ইউএসবি চার্জিং পোর্ট এবং এলইডি লাইটিং। ব্রেকিংয়ের ক্ষেত্রে ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে।

এতো ফিচার সমৃদ্ধ বাইকটির দাম ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

সোমবার থেকে প্রি বুকিং শুরু হবে। প্রি বুকিংয়ের জন্য পাঁচ হাজার টাকা জমা দিতে হবে। নভেম্বর থেকে বাইকটি ক্রেতাদের কাছে ডেলিভারি দেওয়া হবে। 

বাইকটির বাংলাদেশ এডিশনে বেলি পেন, ইঞ্জিন কাউল ও লেগ গার্ড যুক্ত করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়