বাংলাদেশ লঞ্চ হলো সিএফ মটোর ৩ বাইক
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চীনা মোটরসাইকেল কোম্পানি সিএফ মটো। বৃহস্পতিবার রাইড দ্য ফিউচার স্লোগান নিয়ে তিনটি বাইক লঞ্চ করেছে বাংলাদেশে সিএফ মটোর পরিবেশক এনজিএমএল।
লঞ্চ করা তিনটি বাইক হচ্ছে-স্পোর্ট রেসিং ক্যাটাগরির 300 এসআর, 250 এসআর এবং ন্যাকেড ক্যাটাগরির 250 এনকে।
৩০০ এসআর- এ রয়েছে ২৯৮ সিসির ডিওএইচসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৯৫০০ আরপিএমে ৩০ বিএইচ পাওয়ার এবং ৬৫০০ আরপিএমে ১৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ১৫৫ কেজি ওজনের এই বাইকে রয়েছে ছয় স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ, সামনে রয়েছে ৩৭ মিলিমিটার টেলিস্কপিক ইউএসডি সাসপেনশন এবং পেছনে মনোশক, ব্রেকিংয়ের জন্য পাচ্ছেন ৩০০ মিলিমিটার সিঙ্গেল ডিস্ক, ফোর পিস্টন ক্যালিপার, পেছনে ২২০ মিলিমিটার ডিস্ক, সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। আর সেফটি ব্রেকিংয়ের জন্য ডুয়াল চ্যানেল এবিএসতো থাকছেই। বাইকটির সামনে ১১০/৭০-১৭ এবং পেছনে ১৪০/৬০-১৭ সেগমেন্টের টায়ার। বাইকটির দাম ধরা হয়েছে চার লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
২৫০ এসআর- এ রয়েছে ২৪৯ সিসির ডিওএইচসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৯৭৫০ আরপিএমে ২৭ বিএইচ পাওয়ার এবং ৭২৫০ আরপিএমে ২২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ১৬৫ কেজির বাইকটিতে রয়েছে ছয় স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টিপল স্লিপার ক্লাচ, সামনে রয়েছে ৩৭ মিলিমিটার টেলিস্কপিক ইউএসডি সাসপেনশন এবং পেছনে মনোশক। ব্রেকিংয়ের জন্য রয়েছে সামনে ২৯২ মিলিমিটার সিঙ্গেল ডিস্ক, ফোর পিস্টন ক্যালিপার, পেছনে ২২০ মিলিমিটার ডিস্ক, সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। যথারীতি ডুয়াল চ্যানেল এবিএসতো থাকছেই। বাইকটির সামনে ১১০/৭০-১৭ এবং পেছনে ১৪০/৬০-১৭ সেগমেন্টের টায়ার। বাইকটির দাম ধরা হয়েছে তিন লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
ন্যাকেড ক্যাটাগরির ২৫০ এনকে বাইকটিতে রয়েছে ২৪৯ সিসির ডিওএইচসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ ইঞ্জিন। এটি ২৬ ৯৭৫০ আরপিএমে ২৬ বিএইচ পাওয়ার এবং ৭৫০০ আরপিএমে ২২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ১৬৫ কেজি ওজনের বাইকটিতে রয়েছে ছয় স্পিড গিয়ারবক্স এবং ওয়েট মাল্টিপল ক্লাচ। এর সামনে রয়েছে ৩৭ মিলিমিটার টেলিস্কপিক ইউএসডি সাসপেনশন এবং পেছনে মনোশক। নিরাপদ ব্রেকিংয়ের জন্য ডুয়াল চ্যানেল এবিএস থাকছেই। এছাড়া সামনে ২৯২ মিলিমিটার সিঙ্গেল ডিস্ক, ফোর পিস্টন ক্যালিপার, পেছনে ২২০ মিলিমিটার ডিস্ক, সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার থাকছে। বাইকটির সামনে ১১০/৭০-১৭ এবং পেছনে ১৪০/৬০-১৭ সেগমেন্টের টায়ার। বাইকটির দাম ধরা হয়েছে তিন লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।
ঢাকা/শাহেদ