ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় একশ খতমে কোরআন ও দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় একশ খতমে কোরআন ও দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা ও তার শহীদ পরিবারের আত্মার মাগফিরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একশ বার খতমে কোরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে দেশের প্রখ্যাত একশজন হাফেজে-কোরআন খতম শুরু করেন। দুপুর ১২টার দিকে খতম শেষ করেন।

কোরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, এ বি এম আমিন উল্লাহ নূরী, মু. আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর সিরাজউদ্দিন আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ,  যুগ্মসচিব মো. জহির আহমেদ, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), মডেল মসজিদ স্থাপন প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মুজিব জন্মবার্ষিকীতে দুপুর সাড়ে ১২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।



ঢাকা/নঈমুদ্দীন/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়