সংসদ ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ
সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০১:৪৩, ১৮ আগস্ট ২০২০
আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সংসদ ভবন চত্বরে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করবেন।
সোমবার (১৭ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ কথা জানান।
জাহাঙ্গীর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।
আসাদ/সাইফ