নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তি দাবি
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণার মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়। এতে উপজেলার দলীয় নেতা-কর্মী ছাড়াও পৌর কাউন্সিলর , বণিক সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস শাদী চৌধুরী অপু প্রমুখ।
সেলিম কার্ণায়েন বলেন, ‘নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি ও সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এবার তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক। ভাটি বাংলার মানুষ প্রিয় নেতার মুক্তির প্রহর গুনছে। অন্যথায় আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।’
সোহেল রেজা/সনি