ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

গোপনে নারীর গোসলের দৃশ্য ধারণ, দুই টিকটকার আটক

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৪  
গোপনে নারীর গোসলের দৃশ্য ধারণ, দুই টিকটকার আটক

নেত্রকোনার পূর্বধলায় গোপনে নারীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে দুই টিকটকারকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে, বুধবার দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান ও তার সহযোগী দীন ইসলাম। নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেলে এক নারীর বাথরুমে গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করেন উজ্জ্বল খান। ওই নারী বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী দীন ইসলামকেও আটক করা হয়। বৃহস্পতিবার দুই টিকটকার ও তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোহেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়